ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে মামলা থেকে বাদ দেয়ার কথা বলে গৃহবধূকে লাগাতার ধর্ষণ,

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে মামলা থেকে নাম কেটে দেয়ার আশ্বাস দিয়ে স্ত্রীর সহিত অনৈতিক সম্পর্ক স্থাপন করে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে এক গৃহবধূর দায়ের করা মামলায় মোঃ জালাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে তার নিজ এলাকা সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত বিল্লাল হোসেনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই গ্রামের ধর্ষিতা গৃহবধূ এর স্বামী একই গ্রামের ভ্যানচালক জালাল হোসেনের দায়ের করা একটি মারামারির মামলার প্রধান আসামি। তাকে মামলা থেকে বাদ দেয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে মামলার বাদী জালাল। এক পর্যায়ে তাদের সম্পর্ক দৈহিক সম্পর্কে গড়ায়। দৈহিক সম্পকের্র সময় অশ্লীল ভিডিও চিত্র মেবাইলে ধারণ করে জালাল। এরপর থেকে নরসিংদীর মাধবদী থানার হেলিটেক্স রিসোর্টে নিয়ে গিয়ে এবং পরবর্তীতে ধর্ষিতার বাড়ীতে গিয়ে অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গৃহবধূকে তার নিজ বাড়ীতে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তাছাড়া এ ঘটনা থেকে বাঁচতে একই এলাকার সেলিম ও সোহেল নামে দুই ব্যক্তির আশ্রয় চান ধর্ষিতা। তারা বিষয়টি গোপন রাখার জন্য ৩ লাখ টাকা দাবি করে ধর্ষিতার কাছে। তাদের দুজনকেও ওই মামলায় আসামি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, প্রধান আসামি জালালকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামি দেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

Don`t copy text!