মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড় শিকানিকা গ্রামের
প্রবাসী ও যুব সমাজ, এলাকাবাসী কে নিয়ে একতা, সেবা, উন্নয়ন, এই স্লোগানে ১/১২/২৪ ইং সালে গঠিত হয় ভাটারপুকুর সমাজ কল্যাণ সংগঠনটি।
আজ ৭/০৩/২৫ শুক্রবার বাদ জুম্মার পর সংগঠন টির অফিস কার্যালয়ে,শতাদিক অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভাটারপুকুর সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির উপদেষ্টা শওকত আলী এপোলু এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক সাউথ আফ্রিকা প্রবাসী জামির হোসেন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাটারপুকুর সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হাসান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মিয়া,
অর্থ সম্পাদক সুহেল রানা সহ সংগঠনটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা ওক্ত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ।
এ সময় ভাটারপুকুর সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে শতাদিক অসহায় মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ওক্ত ঈদ সামগ্রী বিতরণে বক্তারা বলেন আমাদের দেশের বাহিরে অবস্থান রত সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও বড় শিকানিকা গ্রামের যুব সমাজ, এই মাহে রমজান ও ঈদ কে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের এই মহৎ উদ্দেশ্য কে আমরা স্বাগত জানাই, এবং সবার কাছে ভাটারপুকুর সমাজ কল্যাণ সংগঠন এর দেশ বিদেশে অবস্থান রত সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।