যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
সুরধারা আয়োজিত ২২ তম সংগীতানুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে পঞ্চকবির গান নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল একটি সাংস্কৃতিক উৎকর্ষের প্রতিচ্ছবি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অতুলপ্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে একে একে পরিবেশন করেন বিভিন্ন গুণী শিল্পীরা। এই সন্ধ্যায় সংগীতের সাথে সাথে আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র সংগীত শিল্পী শান্তা চৌধুরী ও বিশাখা নন্দী।
সমবেত সংগীত “ধন ধান্য পুষ্পে ভরা” দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি, যেখানে অংশগ্রহণ করেন সংগীত শিল্পীরা অরুন্ধুতী চৌধুরী, তনুশ্রী বিশ্বাস, আদি কুমার দাশ ও নাজিবাত তাসনিয়াহ আলিফ। অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে যখন একে একে শিল্পীরা তাদের মনোমুগ্ধকর গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন। নন্দিতা বড়ুয়া, সুপ্রিয়া চৌধুরী, প্রান্তি চৌধুরী, লিখি দাশ, আলপনা বড়ুয়া, ত্রিপর্ণা চৌধুরী, বিশাখা নন্দী, বহ্নিশিখা রক্ষিত, সীমা পাল, সুমিত্রা বিশ্বাস এবং অর্পিতা দাশ তাদের হৃদয়গ্রাহী গান পরিবেশন করেন, যা শ্রোতাদের গভীর আবেগে ভাসিয়ে তোলে।
বিশেষভাবে এড. শুভাগত চৌধুরী তাঁর মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করেন। দ্বৈত সঙ্গীত “ওলো সই ওলো সই” সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন অর্পিতা দাশ ও সুমিত্রা বিশ্বাস।
দলীয় পরিবেশনা “আজি ধানের খেতে” গানটি দর্শকদের মধ্যে স্মরণীয় হয়ে থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পিতা দাশ।কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া, তবলায় সানি, ও অক্টোপ্যাডে রুবায়েত তাদের দক্ষতা প্রদর্শন করেন, যা সংগীতের পরিবেশনাকে আরো সুমধুর করে তোলে।