শ্রীনগরে বি এন পি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল (বি এন পি)র বিরুদ্ধে দেশী -বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে শ্রীনগর উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি দায়েরকৃত ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে শ্রীনগর উপজেলা বি এন পি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এর নেতৃত্বে দলীয় নেতা কর্মী আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বি এন সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।
বক্তারা গত ১০জানুয়ারী দায়ের কৃত মামলার সুষ্ঠ তদন্ত ও নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন।