ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের নিয়ে আনন্দ উৎসব ও উপহার বিতরন অনুষ্ঠানের আয়োজন করেছে, নান্দাইল এরিয়া প্রোগ্রাম,ওয়াল্ড ভিশন বাংলাদেশ।
জনি এস গোমেজের সঞ্চালনায় নান্দাইল এরিয়া প্রোগ্রাম,ওয়াল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার সাগর জন কস্তা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল এরিয়া প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন,নান্দাইল মডেল থানার এস আই শাহিন,প্রেসক্লাব নান্দাইল এর সভাপতি সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ,বুদ্ধি প্রতিবন্ধিসেবা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান,স্পন্সর সিপ এন্ড চাইল্ড প্রোডাকশন অফিসার মনি শংকর,
ঘাসফুল ও যুব ফোরাম সভাপতি নুসরাত জাহান সাথী,শিশু ফোরামের সাধারন সম্পাদক লামিয়া প্রমূখ।
পরে উপস্থিত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে উপহার হিসাবে কলম,খাতা,পেন্সিল, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ প্রদান করা হয়।