মোঃ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর
হাইমচর উপজেলার নবীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২৩শে ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় উত্তর আলগী ইউনিয়নের দারুসসুন্নাত ইলমুল ক্বিরাত তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র আল- কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ আবু বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইয়ামিন। এছাড়াও মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আরও উৎসাহিত করতে সহায়তা করে, যা সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।