ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের মানববন্ধন

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে
হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি \ নিম্মমানের হারভেষ্টার দিয়ে বিভিন্ন কোম্পানীর দূর্নীতি, প্রতারণা ও ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন পালন করা হয়। গতকাল সোমবার শহরের চৌরাস্থায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলার মো: আব্দুল কুদ্দুস মাহামুদ, মো: আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল আমিন, মো: মোজাম্মেল হক, মো: মামুন, মো: আমিন, মাসুদ রানা, মোহন, হাশেম আলী, এরশাদ আলী, পঞ্চগড় জেলার মো: মইন উদ্দীন, মো: আশরাফুল ইসলাম, মো: জয়নাল আবেদিন, মো: এরশাদ, দিনাজপুর জেলার মো: বকুল, মো: ইমতিয়াজ প্রমুখ।
বক্তারা জানান কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকির মাধ্যমে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকেরা হারভেষ্টর মেশিন সংগ্রহ করে। কোম্পানীগুলো মেশিনটি দেওয়ার সময় জাপানী মেশিনের কথা বললেও পরবর্তিতে নি¤œমানের চায়না মেশিন সরবরাহ করে। এ মেশিনগুলো সর্বোচ্চ ৮-১০ লাখ টাকা হলেও কৃষকদের কাছ থেকে ৩৬ থেকে ৪৮ লাখ টাকা নিচ্ছে। কৃষি বিভাগের উদাসিনতায় কোম্পানীগুলো হারভেষ্টার মালিকদের সাথে প্রতারণা করছে উল্লেখ করে তারা সর্বশান্ত হয়েছে বলে জানান। নি¤œমানের হারভেষ্টার দিয়ে বিভিন্ন কোম্পানীর দূর্নীতি, প্রতারণা ও ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবি জানান। একই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত হারভেষ্টার বিক্রয়কারী কোম্পানীগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

 

Don`t copy text!