মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এসে আজীবন দাতা সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি, এ সময় তার বক্তব্যে বলেন,আমি রাজীব ভূঁইয়া নবীনগর উপজেলার পাক হাজীপুর গ্রামের গ্রাম সরকার আবু নছর (রুপ মিয়ার) নাতি। আমি নবীনগরে এসেছি নবীনগরের রাজনীতিতে একটি উৎকৃষ্ট উদাহরণ তৈরির জন্য। সেজন্য আমি আপনাদের মাধ্যমে নবীনগরের সকল স্তরের জনগণের সহযোগিতা চাই।আপনারা হয়তো জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ব্রাহ্মণবাড়ীয়া -৫ নবীনগর সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, আপনারা আমার জন্য দোয়া করবেন।আমি নবীনগর রিপোর্টার্স ক্লাবের আজীবন দাতা সদস্য হতে পেরে আনন্দিত বোধ করছি। উল্লেখ্য রাজীব ভূঁইয়া জাপান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
সভা চলাকালীন সময়ে সভায় উপস্থিত হোন নবীনগর রিপোর্টার্স ক্লাবের দুই দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর প্রেসক্লাবের তিন বারের সফল সভাপতি সাংবাদিক মাহবুব আলম লিটন। এ সময় উপস্থিত সকল সংবাদ কর্মি মাহাবুব আলম লিটনকে করতালির মাধ্যমে গ্রহন করেন। সাংবাদিক মাহবুব আলম লিটন তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ঘড় ভিন্ন হলেও উঠোন একটা।নবীনগরের সকল সাংবাদিকদের সততার সহিত নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। এবং সাংবাদিকদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী কমিটি ও সাধারণ পরিষদের সকল সদস্যগণ।