রকি চন্দ্র সাহাঃ শাহরাস্তি,চাঁদপুর।
শাহরাস্তি প্রেসক্লাবের ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ৭ (ফেব্রুয়ারি ২০২৫ইং) শুক্রবার সকালে দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটির উদ্দেশ্যে দুটি বাস নিয়ে ১ শত জন ভ্রমণ পিয়াসু সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু হয়। শুক্রবার বিকেল ৪ টায় রাঙামাটি শহরের দোয়েল চত্বরের হোটেল স্কয়ার পার্কে গিয়ে পৌঁছে গাড়ির বহর। ২৩ টি রুমে অবস্থান নিয়ে সন্ধ্যায় সবাই বেরিয়ে পরে রাঙামাটির সৌন্দর্য উপভোগের জন্য। রাতে হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে অনেকেই বিশ্রাম করতে গেলেও কেউ কেউ মাঝরাত পর্যন্ত শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এদিকে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করতে হোটেলে এসে দেখা করেন রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন। শনিবার ( ৮ ফেব্রুয়ারি ২০২৫ইং) সকাল ১০ টায় সকালের নাস্তা সেরে সবাই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে বেড়িয়ে পড়েন। সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত চলে বোর্ড দিয়ে লেক ভ্রমণ। বৌদ্ধ বিহার, শুভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, পেদা টিং টিং সহ পাহাড় ও লেকের সৌন্দর্যের হারিয়ে যায় ভ্রমণ পিয়াসু সংবাদ কর্মী ও তাদের পরিবার। চারদিকে পানি বেষ্টিত পেদা টিং টিংয়ে তৃপ্তি সহকারে দুপুরের খাবার শেষে আবারও কাপ্তাই লেক ভ্রমণে বের হয় সবাই। রাত ৯ টায় হোটেলে এসে সবাই বিশ্রাম নিয়ে রাতের খাবার গ্রহণ করে। রাত আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে গুরে বেড়ায় সাংবাদিকগন। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫ইং) সকালে শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে হোটেলে এসে হাজির হন রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়ে তিনি বিদায় নেন। ডিসি মহোদয়ের বিদায়ের পর সকালের নাস্তা সেরে সবাই ৩ ঘন্টার জন্য ঘুরাঘুরির জন্য ইচ্ছে মতো বেড়িয়ে পড়েন। দুপুর দেড়টায় ডিসি মহোদয়ের আমন্ত্রণের উদ্দেশ্য সবাই বাসে উঠে পড়েন। বেলা ২ টায় রাঙামাটি সার্কিট হাউজে উপস্থিত হয়ে দুপুরের খাবার গ্রহণ করেন। বেলা আড়াইটায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি নানান বিষয়ে আলোচনা করেন এবং ফটো সেশনে অংশ নেন। প্রায় আড়াই ঘণ্টা সার্কিট হাউজে অবস্থান শেষে শাহরাস্তির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। রাত সাড়ে ১১ টায় কুমিল্লার হোটেল মায়ামী-২ তে রাতের খাবার খেয়ে কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।