ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আবারও ব্রহ্মপুত্রে নৌডাকাতি, কয়েক লাখ টাকা লুট হওয়ার অভিযোগ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চিলমারী-রাজিবপুর নৌ পথে আবারও দিনে দুপুরে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।

রোববার (৯ ফেব্রুযারি) দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 

নৌকার মাঝি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজিবপুর থেকে ছেড়ে আসা একটি নৌকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে আসলে ডাকাতরা তাদের উপর হামলা করে। পরে তারা কড়াইবরিশাল খেয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌকায় সাঁতরে উঠলে ডাকাতরা সেখানে আক্রমন করে।

নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, খেয়া ঘাটের কাছাকাছি গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। তাঁদেও নৌকায় ডাকাতি করতে এসে আমার নৌকাতেও হানা দেয়। এ সময় ডাকাতেরা কয়েক লক্ষ টাকা কেড়ে নেয়। 

চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। টাকা লুট হওয়ার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!