সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ভূমিদস্যু ও মানবপাচারকারী নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার করইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
এদিকে নুরুল করিমকে গ্রেপ্তারে রোববার সকালে এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয়রা। এছাড়াও পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। নুরুল করিমকে লক্ষ্মীপুরে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি অফিস সূত্রে জানা যায়। এছাড়াও তার বিরুদ্ধে জমি দখল, মানবপাচার ও মানুষের টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে আরো একাধিক মামলা রয়েছে।
জানা যায় চরলরেন্স ইউনিয়নের নুরুল করিম এক সময় ভ্যান ট্রলি চালাতেন। পরে সৌদি আরব গিয়ে মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। তখনকার সময়ে জাল ভিসা দিয়ে মানুষকে বিদেশে নিয়ে কোন কাজ দিতো না করিম। বাধ্য হয়ে মানুষ দেশে চলে আসতো। তার হাতে জেলাসহ এ এলাকা প্রায় ৫শতাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছে। পরে করিম দেশে চলে এসে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। রাজনীতির সাথে জড়িত হয়ে করইতলা এলাকায় নামে নেনামে অনেক মানুষের জমি দখন করে সে।
করইতলা বাজরের সেলুন দোকানি আরিফ হোসেন জানান, ট্রলি করিম তাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ওই সময়ের ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারেনি সে।
করইতলা বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গিয়েছি, কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে করিম সবাইকে ম্যানেজ করে ফেলতো। করিম মানুষের জমি জবর দখল করে এখন কোটি কোটি টাকার মালিক।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) সদস্য মো. নুরুল করিম বলেন, আ’লীগের রাজনীতি সঙ্গে জড়িত হয়ে করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে অসহায় গরীব মানুষের সঙ্গে প্রতারণা করে সে ।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটু বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।