সিঙ্গাপুর প্রতিনিধি
আজ ৯ ই ফ্রেবুয়ারী সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ভবন ইস্তনায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের আয়োজনে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অনুষ্ঠিত হয় গাডেন পার্টি। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক সামাজিক বেক্তিবর্গের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় গাডেন পার্টি, সেখানে বাংলাদেশি হিসেবে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া যিনি একজন সমাজ সেবক এবং শিক্ষা অনুরাগী হিসেবে দীর্ঘ দিন থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করছেন। সিঙ্গাপুরেও যিনি একজন সফল শিপিং ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, এবং নিজের বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন নিয়ে সিঙ্গাপুরেও প্রবাসীদের নিয়ে সমাজ সেবামুল কাজ করেন। নিজের অভিব্যক্তি হিসেবে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন
“আলহামদুলিল্লাহ, আজ একটি অত্যন্ত গৌরবময় অভিজ্ঞতার সাক্ষী হলাম, যখন সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ ইস্তানায়, যা প্রেসিডেন্টের সরকারি বাসভবন, চীনা নববর্ষ উদ্যান পার্টিতে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সহকর্মীদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। আমি গভীরভাবে সম্মানিত বোধ করেছি, বিশেষ করে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীদের সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনায় বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে মতবিনিময় করতে পেরে। এই অনন্য আয়োজন একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্পন্ন হয়, এবং আমি শিগগিরই এই স্মরণীয় দিনের আরও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় রয়েছি।