নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ও আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মাজেদুর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ও আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন গড়েয়া ঠাকুরগাঁও এর পক্ষ থেকে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২৪ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় গড়েয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হল রুমে প্রায় চার শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো, ইস্রাইল আজাদ সরকার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশেষ অতিথি গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, বিশিষ্ট সমাজ আলহাজ্ব সেবক এনামুল ইসলাম সরকার, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ রেদো, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়েয়া ইউনিয়ন শাখার সভাপতি মো,আব্দুল মজিদ প্রমুখ।
এসময় অতিথিরা বলেন,ইতি পূর্বে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব আমাদের এলাকায় অনেক দুঃখি ও অসহায় মানুষের সহযোগিতা করেছেন, অনেক মসজিদ ও মাদ্রাসায় দান অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। আমরা নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশাকরি নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের মত আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাসীর পাশে থেকে গরীব অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ।
গরীব ও অসহায় পরিবার গুলো এই কনকনে শীতে শীত বস্ত্র পেয়ে অত্যান্ত আনন্দ প্রকাশ করেন এবং মহান আল্লাহ কাছে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ও আবুল কাশেম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সকল সদস্যের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জি টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টাে।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন গড়েয়ার কৃতিসন্তান আমেরিকা প্রবাসী মোঃ রুহুল আমিন ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ও আবুল কাশেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা।