ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “অনুর্দ্ধ-১৭” -“বালক-বালিকা” উদ্বোধন

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৩, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “অনুর্দ্ধ-১৭” -“বালক-বালিকা” উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭-“বালক-বালিকা” উদ্বোধন করা হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে গতকাল বৃহস্পতিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রধান অতিথি ইশরাত ফারজানা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো: মনসুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব, জেলার সাবেক কৃতী খেলোয়াড়, অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় (বালিকা) দলে রানীশংকৈল উপজেলা টিম ১-০ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে (বালক) দলে ঠাকুরগাঁও পৌরসভা টিম ৫-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় বিপক্ষ দল উপস্থিত না হওয়ায় (বালিকা) দলে হরিপুর উপজেলা টিম ওয়াকওভার পেয়ে জয়লাভ করে। চতুর্থ খেলায় (বালক) দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ২-১ গোলে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে।
খেলা পরিচালনা প্যানেলে ছিলেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান, সদস্য মো: বেলাল হোসেন, মো: ইউনুস আলী, মো: দারুল ইসলাম ও মো: জয়নাল আবেদীন। ধারা বর্ণনা করেন স্বনামধণ্য ধারাভাষ্যকার মির্জা ফরিদ।
উল্লেখ্য, টুর্নামেন্টে (বালক) দলে ৬টি টিম ও (বালিকা) দলে মোট ৬টি টিম অংশগ্রহণ করছে।

 

 

Don`t copy text!