মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় এর উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উক্ত অভিযানে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘনের দায়ে- উপজেলার রানী বাজার, অবস্থিত মেসার্স রৌজা প্যাকেজিং লিমিটেড নামক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
পরবর্তীতে উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া অবস্থিত মেসার্স কিরণ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে ২০,০০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ১৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
এসময় কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া এবং পরিদর্শক জনাব শুভ্র চন্দ্র বিশ্বশর্মা উপস্থিত ছিলেন।
এসময় শব্দ দূষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসরণ পূর্বক প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আবাসিক এলাকায় মুরগির খামার পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণকারীদেরকে সচেতন করা হয় এবং গ্রহণযোগ্য স্থানে খামার স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়। এবং উপস্থিত জনসাধারণের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া জানান, পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।