সিরাজুল ইসলাম রামগতি -কমলনগর,( লক্ষ্মীপুর)প্রতিনিধ
লক্ষ্মীপুর কমলনগরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন কমলনগর ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম (এ আই তারেক) সভাপতিত্বে নিজস্ব অফিসে এই শীত বস্তু( কম্বল) বিতরণের উদ্ভোধন করা হয়।
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমলনগর ফাউন্ডেশন । এ সময় কমলনগরের শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ আই তারেক । তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। কমলনগর ফাউন্ডেশন কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এসময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কার্য নির্বাহী পরিষদের সদস্যদের বক্তব্য বলেন,দুর্ভোগহীন এক মানবিক সমাজ প্রতিষ্ঠায় কমলনগর ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে। কমলনগরে আমাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।
উক্ত শীত বস্তু বিতরণের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমলনগর ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মাকছুদুর রহমান,মোহাম্মদ ওমর ফারুক, মো: ফরিদ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো: ফয়েজ মাহমুদ, সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, মো: ইসতিয়াক হোসেন,মো:দেলোয়ার হোসেন,এড. ফখরুল ইসলাম মাহমুদ, ,সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, মো: জাফর আহম্মদ,সাংগঠনিক সম্পাদক ও যুব প্রধান কাউছার আহমেদ নিশাদ,মো: জায়েদ হোসেন,অর্থ সম্পাদক মো: সফিকুল ইসলাম সফিক,নির্বাহী সদস্য আবদুল আহাদ ফারাবী,ইব্রাহিম সুলতান, মো: জায়েদ হোসাইন, নাদিম হোসেন স্বজন,মো: হাসান হাওয়ায় ও রাকীব মীর।
উল্লেখ্য, কমলনগর ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন কৃত যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এ সংগঠনের প্রয়াস। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দীর্ঘ আট বছর যাবত দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।