ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও রাজিব চৌধুরী।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপির চিত্রী গ্রামের মাইজ হাটি, কান্দাপাড়া, জালালপুর, দাস কান্দি আবারও তীব্র নদী ভাংগনে ২০ বিঘা জমি নদীর গর্বে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত নদীর তীরের সাধারণ মানুষ। জানা যায়, এনামুল সাহেবের ৫ বিঘা জমি, জীবন মাস্টার ২ বিঘা জমি, সাদ্দাম মিয়া ১ বিঘা জমি, আমির হোসেন ২ বিঘা জমি ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়া অসংখ্য ঘর বাড়ি, বিল্ডিং স্কুল-মাদ্রাসা, মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত প্রস্তাবিত বাঁধ নির্মাণের জন্য এলাকার সর্বসাধারনের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। সরেজমিনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী গেলে আকুল আবেদন জানান উপস্থিত ভাঙ্গন কবলিত মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, নদী ভাঙ্গনে রোধে প্রস্তাবিত বাঁধের কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করছি। আশা করি গ্রামবাসীদের দূভোগ লাগবো সংশ্লিষ্ট কতৃপক্ষ নজর দিবেন।

Don`t copy text!