ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র তিনযুগ পুর্তির অনুষ্ঠান

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও’র তিনযুগ পুর্তির অনুষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পুর্তিতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। শুক্রবার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র আয়োজনে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান, গেষ্ট অব অনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
পরে তিনযুগের ম্যুরাল উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি কর্মী সমাবেশের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার স্থলে তার ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন ফিতা কেটে ম্যুরাল উদ্বোধন করেন।
পরক্ষণেই “অনুভবে ঠাকুরগাঁও” শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অত্র অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিকেলে তিনযুগ পূর্তিতে “ধন্যবাদ জ্ঞাপন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো: ইউনুছ আলী, বিশিষ্ট নারী সংগঠক ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট পারভিন মাহমুদ, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম।


এর আগে সদর উপজেলার আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘরে লোকজ খেলনা গ্যালারির উদ্বোধন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৃহস্পতিবার সন্ধায় ইএসডিও’র মাঠে তিন যুগ পূর্তি উপলক্ষে “ইএসডিও উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সন্ধ্যায় রংপুর বিভাগের বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে ভাওয়াইয়া উৎসবের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশনের সমাপ্তি ঘটে।

 

Don`t copy text!