চাঁদপুর জেলা প্রতিনিধি :
চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের সিনিয়র প্রভাষক এবং সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি এর বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম বিভাগ(উত্তর) এর চেয়ারম্যান মো: শামসুল আলম এর বসত বাড়ি বানিয়াচোঁ,আদর্শ বাড়ি,খন্দকার ভিলায় ১৬ই ডিসেম্বর দিবাগত রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় ৬ থেকে ৭জন বিশিষ্ট ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর টিনসেট বিল্ডিংয়ের দরজার তালা ভেঙ্গে বিল্ডিংয়ে প্রবেশ করে অস্ত্রের মুখে মা, বোন সহ সবাইকে জিম্মি করে বিল্ডিংয়ের আলমারিতে রক্ষিত নগদ ৪,০০০০০/=( চার লক্ষ)টাকা, প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, জায়গা সম্পত্তির দলিল পত্র, গুরুত্বপূর্ণ কাগজাত সহ বাংলাদেশের শ্রেষ্ঠ মানবাধিকারকর্মী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পাওয়া গোল্ড মেডেল এবং পোশাকাদি সব নিয়ে গেছে। ভুক্তভোগী মো: শামসুল আলম ৯৯৯ তে ফোন করলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস.আই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স ঐ সময় রাত অনুমান ৪:৩০ ঘটিকার সময় তাৎক্ষণিক ঘটাস্থল পরিদর্শন করেন।
আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে ভুক্তভোগী শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: শামসুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা কান্না জড়িত কন্ঠে তাদের সব শেষ হয়ে গেছে মর্মে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করেন।
তথ্য সংগ্রহ করার সময় ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।