কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবসের পালিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, কিশোরগঞ্জ জেলা জজকোর্টের এপিপি ও সাংবাদিক এ্যাড. মুহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা (অব:) মেজর নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধা শুন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়।
এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসাইন।