চিন্ময় কৃষ্ণ আটকের খবরে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষো
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার সন্ধ্যায় ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে সনাতন ধর্মের অনুসারীরা। দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি তাদের। একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, রংপুর, কক্সবাজার, খুলনা, নাটোর ও লক্ষ্মীপুরসহ আরও বেশ কয়েকটি জেলায়। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, চট্টগ্রামের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের জামালখানের চেরাগী মোড়ে বিক্ষোভ করেন সনাতনীরা। পরে চেরাগী মোড় চত্বরে মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় একপাশের যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সেখানে। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাবেন। চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। অন্যথায় কঠোর আন্দোলনের দেওয়া হবে।
খুলনায়ও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাত ৯টায় জোটের খুলনা বিভাগীয় শাখার আয়োজনে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে চিন্ময়ের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে নেতারা তাৎক্ষণিকভাবে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি ঘোষণা করে।
রাত ৯টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও মঞ্চের ব্যানারে বিক্ষোভ হয়। এতে বক্তারা জানান, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সনাতন ধর্মালম্বী সকলকে এক করার জন্য কাজ করছে। আজ যদি চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পায় তাহলে আগামীকাল সারাদেশে আন্দোলন করা হবে।
রাত সোয়া ৮টার দিকে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি থানা রোড, উত্তর তেমুহনী, চকবাজার, সামাদ স্কুল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মালম্বী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের চিন্ময় প্রভুকে যদি মুক্তি দেওয়া না হয়। তাহলে সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, রংপুর নগরীতে সনাতনী ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিকসহ আহত ৫ জন আহত হয়েছে। সোমবার রাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজ কোম্পানির মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সনাতনীরা। এতে নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়। সনাতনী সম্প্রদায়ের দাবি, যারা রংপুরে হামলা করেছে তাদের অতিলম্বে গ্রেপ্তার করতে হবে।
তবে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী কয়েকটি টিম আসে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘জাহাজ কোম্পানির মোড় সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’