ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

যৌবন বেচাকেনা

প্রতিবেদক
majedur
নভেম্বর ৯, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কবি থই নূরুল আমিন 🌴

যেন একেবারে টাটকা শাকসবজির মতো
দামদর হেঁকে সরাসরি যৌবন কেনাবেচা চলছে
এ যেন প্রতি ঘরে ঘরে, হোটেলে মোটেলে রিসোর্স
যৌবনের দাম যেন চড়া মূল্য, হাজার থেকে কোটি।

কখনও কখনও দাম আরো বেশি, মিলিয়ন বিলিয়ন
মুন্নী বাঈরা শুধু যৌবন বেচার গ্রাহক খোঁজে খোঁজে
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েছিল বহরে
এখনো বাজার মন্দ না, যৌবন বেচাকেনা সব রাজ‍্যে।

এখানে লোকসান নেই, অবশেষে মুন্নী বাঈ মানি মুন্নী
এই নামেই পদবী দিয়ে দেয় , ইষ্ট ইন্ডিয়া কোম্পানি
পৃথিবীর সকল নামকরা তারকারা কেউ বাহিরে নয়
তারা কেউ কোম্পানি, সন্ধান দাতা, কেউ খরিদদার।

এখানে সবচেয়ে দামি হলো মন গহীনের যৌবন,
হীরা, সর্প বিষ, মানিক রতন কাঞ্চন ও তুচ্ছ
যেন একেবারে জীবন্ত পশু প্রানীর মতো কষাকষি
এই বন্দরে কোনো দর্শক নেই, সবাই ক্রেতা বিক্রেতা।

Don`t copy text!