ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মানুষ মানুষের জন্য নান্দাইলে প্রতিবন্ধীদের মাঝে দুটি হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদক
admin
নভেম্বর ৪, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামের অসহায় পঙ্গু সুরুজ আলী (৬০) এর জন্য নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদ মিয়ার ফেসবুক আইডিতে একটি হুইল চেয়ারের আবেদন জানালে ঢাকায় কর্মরত নান্দাইলের কৃতি সন্তান প্রকৌশলী শাহ মোঃ তরিকুল হাসান টিপু সাংবাদিক ফরিদের মাধ্যমে একটি উন্নতমানের হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

অপরদিকে রসুলপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র পঙ্গু অরিকুল ইসলাম (১৪) এর জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি হুইল চেয়ারের আবেদন জানালে রোববার (৩রা নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা পরিষদ অরুণ কৃষ্ণ পাল দুইজন পঙ্গু মানুষের নিকট দুটি হুইল চেয়ার হস্তান্তর করেন। এসময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুর হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক ফরিদ মিয়া সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতি পূর্বে নান্দাইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আরও ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Don`t copy text!