বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

লৌহজংয়ে বেপরোয়া ভূমিদস্যু সিন্ডিকেটের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ৭৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:২০ অপরাহ্ণ

লৌহজংয়ে বেপরোয়া ভূমিদস্যু সিন্ডিকেটের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

জমিদখল, ঠকবাজি, প্রতারণা ও মিথ্যা মামলায় জড়িয়ে সাধারণ গ্রামবাসীকে হয়রানীর মুখে সর্বশান্ত করছে ভূমিদস্যু রফিকুল ইসলাম মোল্লা ওরফে লিটন মোল্লা। নিরীহ গ্রামবাসীর কাছে মূর্তিমান আতঙ্কের নাম লিটন মোল্লা। লিটন মোল্লা ও তার ভাইদের কবলে পড়ে অসংখ্য ভূমি মালিক সর্বশান্ত হয়ে পথে বসেছে। তার মিথ্যা মামলার ভয়ে সর্বদা আতঙ্কিত থাকে সাধারণ গ্রামবাসী।

এমনই এক ভূমিদস্যুর সন্ধান পাওয়া গেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। একসময়ে ধাইদা নদীভাঙ্গা পরিবারটি জীবিকার তাগিদে আশ্রয় নেয় এই গ্রামে। সেই সময় একটি পরিত্যক্ত বাড়ি দখলে নিয়ে, জাল দলিলের মাধ্যমে নিজেদের ক্রয়-কৃত সম্পত্তি দাবি করে বসবাস করা শুরু করেন লিটন মোল্লার পিতা জৈনুদ্দিন মোল্লা। সেই থেকে শুরু বংশের রীতি ধরে রেখে বড় ভাই নজরুল ইসলাম মোল্লা ওরফে নজু মোল্লা।

গোপন সুত্রে জানাযায়, একসময়ে ধাইদা নদীভাঙ্গা পরিবারটি জীবিকার তাগিদে আশ্রয় নেয় এই গ্রামে। সেই সময় একটি পরিত্যক্ত বাড়ি দখলে নিয়ে, জাল দলিলের মাধ্যমে নিজেদের ক্রয়-কৃত সম্পত্তি দাবি করে বসবাস করা শুরু করেন লিটন মোল্লার পূর্বপুরুষ। সেই থেকে শুরু বংশের রীতি

 

ধরে রেখে বড় ভাই নজরুল ইসলাম মোল্লা ওরফে নজু মোল্লা। ছোট ভাই লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, মিরাজ মোল্লা। ভাতিজা বিপুল মোল্লা সহ লিটন মোল্লা একের পর এক মানুষকে হয়রানি করে, লৌহজং ভূমি অফিসের কতিপয় কথিত স্টাফ পরিচয়দানকারী ব্যক্তির সহযোগিতায় (যার কিনা চাকরির কোন বৈধতা নেই), অন্যের জমি দখলের চেষ্টা অব্যহতা রেখেছে। কোন ব্যক্তি লিজ নবায়ন করতে দেরি করলে সেই সুযোগে লিটন মোল্লা নিজের নামে লিজ কাটিয়ে জায়গা দখল করেছে। সরকারি খালকে নাল দেখিয়ে লিজ কেটে সরকারি জমি নিজের কুক্ষিগত করেছে। সরকারি পুকুর লিজ নিয়ে বালু দিয়ে ভরাট করেছে। লিজ কৃত জায়গার গাছ কেটে বিক্রি করেছে। এক হিন্দু ব্যক্তির জায়গা দখল করার জন্য তাকে মামলা দিয়ে হেনস্তা করেছে।

স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, এতকিছু পরেও ক্ষান্ত হচ্ছে না লিটন মোল্লা। সুন্দিসার গ্রামের একসময়ের ব্যক্তিত্ব মরহুম ইয়াসিন মীরধার, সম্পদের দিকে হাত বাড়িয়ে একের পর এক হেনস্থা করছে তার পরিবারকে, এই পরিবারের বেশিরভাগ ব্যক্তিই প্রবাসী হওয়ায়, দখল করার চেষ্টা করছে তাদের ৪৭ শতাংশের পুকুর, ৩৯ শতাংশের সরকারি লিজকৃত পুকুর, যা কিনা হাল সাল নাগাদ লিজ নবায়নকৃত। যেখানে ব্যবহার করেছে ধাইদা মৌজার দলিল নাম্বার, যেটা কিনা সম্পন্নই ভুয়া। এত কিছু করেও ক্ষান্ত হচ্ছে না লিটন মোল্লা। এখন হাত বাড়িয়েছে মরহুম ইয়াসিন মীরধার বসত বাড়ির দিকে। ইয়াসিন মীরধার প্রাচীর করা বাড়ির মধ্যে সরকারি রাস্তা আছে দাবি করে একটি ভুয়া অভিযোগপত্র দাখিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসক লৌহজং প্রশাসনকে তদন্তের নির্দেশ দিলে কাল বিলম্ব না করে, লৌহজং সরকারি কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো. কায়েছুর রহমান, সরজমিনে পরিদর্শন করে রাস্তার কোন অস্তিত্ব খুঁজে পান না, এমনকি পর্চা ঘেটেও কোথাও কোন রাস্তার অস্তিত্ব খুঁজে পাননি। উপায়ান্ত না পেয়ে লিটন মোল্লা এখন মিথ্যা অভিযোগ এনে পরিবারটিকে ভিন্নভাবে হয়রানি করার পরিকল্পনা করতেছে।

সরেজমিনে অনুসন্ধানে গেলে স্থানীয়রা জানান, এ বিষয়ে গ্রামবাসী প্রকাশ্যে কথা বলতে রাজি না হলেও, নাম না প্রকাশ করার শর্তে অনেকেই জানান লিটন মোল্লা একজন ভূমিদস্যু, রাজনৈতিক দল বদল হলেই তার দল ও বদলে যায়, কোন এক সচিবের দোহাই দিয়ে একের পর এক মানুষকে হয়রানি করে আসছে। আমরা এসব বলছি এটা যদি জানতে পারে আমাদেরও বিপদে ফেলবে। লিটন মোল্লা এতই ভয়ংকর যে আমরা কিছু আর বলতে চাই না।

এ বিষয়ে লিটন মোল্লার বক্তব্য থেকে জানা
যায়, ইয়াসিন মৃর্ধার বাড়ির উপরে নাকি ইট বিছানো রাস্তা ছিল। মৌজা ম্যাপ ও কাগজপত্র দেখে জানা যায়, যেটা কিনা সম্পূর্ণ ভুয়া বানোয়াট মিথ্যা। এবং গাছ কাটার বিষয়ে প্রশ্ন করলে সেটাকে নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন, এলাকাবাসীর তথ্য ও সরকারি গেজেট থেকে জানা গেছে, যেটা কিনা সম্পূর্ণ ভুয়া বানোয়াট ও মিথ্য।

 

এ বিষয়ে বেজগাও ৩ নং ওয়ার্ড ইযপি সদস্য প আবু তাহের মৃর্ধা বলেন, গ্রামে অনেকেই অনেক কিছু বলে, আমার কাছে এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি। তবে ইয়াসিন মৃর্ধা সাহেবের বাড়িটি তাদের ব্যক্তিগত সম্পত্তি তাদের প্রয়োজনে তারা সীমানা প্রাচীর নির্মাণ করেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। লৌহজং সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মহোদয় তদন্তে এসেছিলেন আমি ও সেখানে উপস্থিত ছিলাম আমি যতোটুকু জেনেছি বা জানি তাই বলেছি।

এব্যাপারে লৌহজং সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. কায়েছুর রহমান জানান, পরিদর্শনে গিয়ে আমি ওটা তাদের নিজস্ব সম্পত্তি দেখতে পেয়েছি রাস্তার কোন অস্তিত্ব খুজে পাইনি। এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি প্রাচীন নির্মাণের আগে ১০-১৫ টা পরিবার এই বাড়ির ওপর দিয়ে যাতায়াত করত এখন তারা অন্যদিকের রাস্তা আছে তা ব্যবহার করে। এটা একটা নিজস্ব প্রাচীর করা বাড়ি হিসেবে দেখতে পেয়েছি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!