ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে দুইজন ধর্ষণের শিকার

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৯, ২০২৪ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

 

ঢাকার ধামরাইয়ে ১৩ বছরের এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় রাতে দুই জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর মডেল টাউন এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

 

ধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানায়,১৫ অক্টোবর ফোর্ডনগর এলাকায় নিজ বাড়িতে স্থানীয় চন্দ্রবান স্কুলের সপ্তম শ্রেণীর ওই শিক্ষার্থী পড়াশুনা করছিলেন রাতে। এসময় বাড়িতে কেউ না থাকায় স্থানীয় বখাটে হৃদয় ওই স্কুল ছাত্রীকে কৌশলে ফোর্ডনগর মডেল টাউন এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আরেক বখাটে আরিফ। পরে হৃদয় ওই স্কুল ছাত্রীকে আরিফের হাতে তুলে দেয়। পরে আরিফ সেখানে জোর পূর্বক হত্যার হুমকি ধামকি দিয়ে তাকে ধর্ষণ করেন।

 

এসময় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা ওই ছাত্রীকে মৃত ভেবে একটি বাড়ির সামনে গভীর রাতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ১৬ অক্টোবর সকালে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করে। এঘটনায় রাতে ওই স্কুল ছাত্রীর বাবা নান্নু মিয়া ধর্ষণকারী আরিফকে প্রধান আসামী ও তার সহযোগী হৃদয়কে দ্বিতীয় আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অপরদিকে ধামরাইয়ে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণ এর শিকার হয়েছেন মা। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকায়। এঘটনায় ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

Don`t copy text!