স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি রুপসা স্টেশন এর কন্টিজেন্ট কোমান্ডার আব্দুল গনীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোঃগফফর(এবি)মোখলেসুর রহমান (এমই) অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই লোহা ও একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে।
গত ১২ অক্টোবর কোস্টগার্ড উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে কন্টিজেন্ট কোমান্ডার বিসিজি স্টেশন রুপসা আব্দুল গনী বাদী হয়ে দাকোপ থানায় এজাহার করেছে। দাকোপ থানা মামলা নং-২ তারিখ ১২/১০/২৪ ধারা ৩৭৯-৪১৯-৪১৩ পেনাল কোর্ড। ,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম মামলাটি রুজু করে থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃনুর ইসলাম শাহিদ কে তদন্ত ভার দিয়েছেন। জব্দকৃত মালামালের আনুমানিক বর্তমান প্রচালিত বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকাজব্দকৃত ট্রাক যার নং যশোর-ন ১১-১০২২ যার মূল্য আনুমিক ৯ লাখ টাকা। খুলনা সহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য
,অবৈধ্য মালামাল ও সন্ত্রাসীদের গ্রেফতার এর লক্ষে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে এর ভিত্তিতে জানতে পারে দাকোপের পোদ্দারগজ্ঞ ফেরিঘাট থেকে একটি ট্রাকে করে চরাইলহা আসিতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্হা নেওয়ার উদ্যেশে ১২ অক্টোবর ৩টা ৪৫ মিনিটের দিকে পানখালী বিশ্বরোডের তিন রাস্তার মোড়ে ট্রাক আসতে থাকলে কোস্ট গার্ড ট্রাকটি থামিয়ে আসামীদের গ্রেফতার করে।আসামীরা হলো আলআমীন শেখ (৪৫) পিতা মোকছেদ আলী শেখ,সাং চালনা,সিদ্দিক বিশ্বাস (৫০)পিতা ইশাদ আলী,বিশ্বাস,চালনা বাজার,ইব্রাহিম তালুকদার (২০) পিতা মোঃহাবিব তালুকদার,সাং মোহম্মদ নগর বটিয়াঘাটা,মোঃসাব্বির হোসেন (২৬)পিতা মহিদুল মোহম্মদ নগর বটিয়া ঘাটা।
বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।