সুভাস দাস পটুয়াখালী জেলা প্রতিনিধি।
২২ দিনের অবরোধ। সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম আকাশ ছোঁয়া।
মা ইলিশ রক্ষায় দেশের সকল সাগর ও নদীগুলোতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার।
এ সময়ে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, মজুদ ও পরিবহণ দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আজ শনিবার (১২ অক্টোবর) দিনগত মধ্যরাত ১২টা থেকে (১৩ অক্টোবর) এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীগুলোতে জারি থাকবে এ নিষেধাজ্ঞা।
যে কারণে শেষ বারের মতো মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়তদাররা। বরফ দিয়ে ঢাকায় পাঠাতে ঝুড়ি করা আর ছোট-বড় ইলিশ বাছাই করতেই সময় কেটে যাচ্ছে তাঁদের।
আশ্বিন মাসের পূর্ণিমাকে সামনে রেখে এই ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণ অভিযানও বাস্তবায়ন করা হবে।
মা ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদি তীরে ওঠাচ্ছেন উপকূলের জেলেরা