ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি// ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী,ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিবাদ্যকে নিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সোলেমান আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন প্রমুখ।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাপ্তি সারোয়ারের সঞ্চালনায় সপ্তাহব্যাপী
এ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪২ জন বিজয়ী প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এর আগে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সরকারি শিশু পরিবারে (বালিকা) মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ও সরকারি শিশু পরিবারের (বালিকা) তত্ত্বাবধায়ক মোঃ সারোয়ার মোর্শেদ সহ নৃত্য শিক্ষিকাসহ অভিভাবকগণ।