মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবদল নেতা রুবেল ও ছাত্রদল নেতা কমল চন্দ্র শীল কে খোঁজ নিতে আজ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে যান ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম। এদিন সকালে তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান।
এ সময় চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি কোটা আন্দোলনে আহত হয়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।
আহতদের মধ্যে অনেক গুরুতর আহত রোগীকে থেকে উন্নত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সুযোগ করে দেন বিএনপি নেতা খোরশেদ আলম।
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।
তিনি বলেন, আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। তারা যে এখনো বেঁচে আছে এটা আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল -কঠিন সময় যাচ্ছে। তাদের পরিবারের কাজ কর্ম সব বন্ধ। ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায় আছে। আমরা রাজনৈতিক জীবনে মনে হয় না, বাংলাদেশে ইতিহাসের এধরণের নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড চলেছে। এই আহত লোকগুলো যারা আছে তারা এখনো আল্লাহ রহমতে বেঁচে আছে। এদের বাকি জীবন কিভাবে কাটবে এটাও একটা বিষয় আছে। তাদের অনেকে ভালো করে হাটা চলা করতে পারবে না। স্বাভাবিক জীবনযাপনও করতে পারবে ন। সুতরাং এরা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনযাপন করার অবস্থা তাঁদের থাকবে না।