বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুবাইয়ে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু নবীনগরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এসআই মাহফুজুর রহমান ঘুষের টাকা গুনে নিচ্ছেন- ভাইরাল সেই ভিডিও থেকে অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার ঘটনায় বিভিন্ন জনের তীব্র প্রতিবাদের জবাব:উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলীকে মানদণ্ডের ভিত্তিতে কাজ করার আহ্বান কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান । ফ্যাসিবাদ বা আওয়ামীলীগ যে কাজটা ভালভাবে করেছে সেটা হলো জাতিকে বিভক্ত করা -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচবিবিতে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড  কুড়িগ্রামে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার নান্দাইল ওয়াল্ড ভিশন পাঠাগার স্থাপনে বই, বুক-শেলফ ও উপকরন বিতরণ খুলনার দাকোপে সুন্দরবনের ত্রাস বনদস্যু আছাফুসহ ২ ডাকাত আটক নান্দাইলে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত কুলিয়ারচরে ৬ বছরের শিশুসহ ৩ শিশুর বিরুদ্ধে মামলা শ্রীনগরে মাদক সহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ আটক ১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সাভারে সাংবাদিক তোফাসানির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি / ১৩৪ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

 

সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিয়তের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফাসানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টাও লেখা হয়নি।

এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। সাংবাদিক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।

এসময় ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিক তোফাসানিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে অচিরেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আগামীতে আর কোন গণমাধ্যম কর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয়। এ ব্যাপারে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি।

সাভারে কর্মরত এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র-জনতা হত্যা মামলায় আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলা’কে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।

নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে নাজমুল হুদা বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, বাংলাদেশ জার্নাল ও ভোরের পাতার প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, এসএটিভির সভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নীরব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, দৈনিক জনকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি সাইফুল ইসলাম, এশিয়ান এইচ পত্রিকার সাংবাদিক কাজী বিপ্লব, রিপন মিয়া প্রমুখ। মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, সাংবাদিক তোফাসানিকে কোনভাবেই হয়রানি করা হবে না। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আশ্বাস দেন তিনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!