সিরাজদিখানে বিএনপির দোয়া ও আলোচনা সভা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসকের গুলিতে নিহত
শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা এলাকায় ইছাপুরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর হাওলাদারের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল মল্লিকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আওলাদ মোল্লা, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ঢাকা মহানগর পূব ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল জামাল চৌধুরী আদিত্য, বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মারুফ খান,
জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক জহির খান, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমু শেখ, বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. জসিম হাওলাদার, যুগ্ম আহবায়ক নয়ন শেখ, উপজেলা যুবদলের সদস্য ইসমাইল শেখ, সদস্য অনিক শেখ, উপজেলা যুবদলের সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইসহাক শেখ, ইছাপুরা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিহাদ সাইফ খান, যুগ্ম সম্পাদক গোলাম রাব্বি, ইছাপুরা যুবদল নেতা হাবুল শেখ, উজ্জ্বল দেওয়ান, জাহাঙ্গীর দেওয়ান, আলমাস শেখ, বিএনপি নেতা শাহ আলম শেখ, জলিল শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আমাদের এই দোয়ার আয়োজন। আন্দোলনে নিহত সকল শহীদের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করার দাবী করেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। চালতাতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যুবায়ের আহমদ ফরাজি। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।