কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। একই সাথে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা।
গত (২০ আগস্ট) মঙ্গলবার সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাথে জড়ো হয়ে এক দফা “পদত্যাগ” দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং নির্বাহী অফিসার নিকট তাদের একদফা দাবি পেশ করেন।
শিক্ষার্থীরা বলেন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়, নিয়োগ-বাণিজ্য, অর্থনৈতিক অনিয়ম, বিভিন্ন দুর্নীতি ও বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানায় একাধিক বিদ্যালয় নির্মানসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ- জোহরা শিক্ষার্থীদের দাবির বিষয় অবগত হয়েছেন জানিয়ে বলেন, তিনি এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।