শপথ নিতে না পারা অন্তবর্তীকালীন সরকারের তিন
উপদেষ্টা সুপ্রদিপ চাকমা, বিধান রজ্ঞনরায় ও ফারুক-ই-আজম।
তীব্র গণ-আন্দোলনে বাংলাদেশে ক্ষমতার পালা পালাবদলের নতুন এক অধ্যায় রচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন আরও ১৬ জন।
তবে ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা আজ শপথ নিতে পারেননি। ১৩ জন শপথ নিয়েছেন।
শপথ নিতে না পারা উপদেষ্টারা হলেন–সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত বিধান রঞ্জন রায় ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক।
নিয়ম অনুযায়ী, প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন মুহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান।
এরপর ১৬ উপদেষ্টার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ১৩ জন একসঙ্গে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ নেওয়ার পর নিয়ম অনুযায়ী শপথ বইতে সই করেন সবাই।
মন্ত্রী পদমর্যাদায় শপথ নেওয়া অন্য উপদেষ্টারা হলেন– গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফরিদা আখতার, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুরশিদ, পরিবেশকর্মী ও আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরজাহান বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আ.ফ.ম খালিদ হাসান ও অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই।
এর মধ্যে গত মঙ্গলবার বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। আজ ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো।