ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ছাত্র আন্দোলনের নামে পূর্ব শত্রুতার জেরে হামলা লোটপাট।

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার (৬-০৮-২৪) আনুমানিক সকাল ৯ টা ৩০ মিনিটে নবীনগর সদরের পশ্চিম পাড়াস্থ পশু হাসপাতাল রোডে ছাত্র আন্দোলনের নামে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী কাউছার আলম শিবুর অফিসে ও বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হামলা করে ভাঙ্গচুর ও লুটপাট করে। এতে ১২ লক্ষ টাকাসহ আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শিবুর বাড়িতে থাকা সিসি টিভির ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় প্রভাশালী তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে তার ২ ছেলে, ২ ভাইসহ একাধিক লোক শিবুর বাড়িতে হামলা করে।

এ বিষয়ে তাজুল ইসলাম তাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, তাজু কোন হামলা করেনি উৎসুক ছাত্র-জনতা হামলা করেছে।

কাউছার আলম শিবু জানান, গত রমজান মাসে কাউছার আলম শিবু মোটরসাইকেল যোগে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে তাজুর ছেলে মেহেদী হাসান ও সোহেল মিলে শিবুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করে হত্যা চেষ্টা করে। এতে শিবু মামলা করলে মেহেদী হাসানকে পুলিশ ধরে নিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরে তাজু ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিবুকে হত্যা চেষ্টা ও ক্ষতি করার চেষ্টা করে আসছিল। পরে তারা কৌশলে ছাত্র-জনতার নামে শিবুর বাড়িতে ও অফিসে হামলা-ভাঙ্গচুর ও হত্যা চেষ্টা করে। কাউছার আলমের স্ত্রী ও দুই মেয়ের আত্ম-চিৎকারে এলাকার লোকজন এসে পরিস্থিতি শান্ত করে।

কাউছার আলম শিবুর স্ত্রী সেলিনা বেগম বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। দুই মেয়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা কে দেবে! পুলিশও এখন কর্ম বিরতিতে এতে যে কোন সময় আবারো হামলার আশঙ্কায় ভয়ে আছি।

Don`t copy text!