বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির সহযোগী সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু উল্লেখ্য গত ৩১ জুলাই রোজ বুধবার ঢাকা শ্রী শ্রী রমনা কালী মন্দিরে এক সভায় সকলের কন্ঠভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রতন রায় চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী মিন্টু কুমার দে এর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয় হিন্দু যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বিবেকানন্দ পাল বিবেক ও সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার মিশ্রি সহ প্রথম ২১ সদস্য বিশিষ্ট আংশিক দ্বিবার্ষিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরে দৈনিক বাংলার অধিকার কে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব সংহতির নবনির্বাচিত সভাপতি বিবেকানন্দ পাল ও সাধারণ সম্পাদক অশোক কুমার মিশ্রি সম্মিলিত ভাবে বলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি বাংলাদেশের একটি অরাজনৈতিক সনাতনী সেবামূলক স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি এর মূল উদ্দেশ্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা ও অস্তিত্ব রক্ষা বাংলাদেশের হিন্দু সমাজের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও অধিকার আদায়ের সংগঠন জেগে উঠুন জাগিয়ে তুলুন আমরা সদা জাগ্রত এই স্লোগানকে সামনে রেখে মানবতার কল্যাণে বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে অতন্ত্র প্রহরীর মত পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে বুকে ধারণ করে দেশ ও দেশ মাতৃকার সকল মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব সংহতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই প্রত্যাশা করছি অতি শীঘ্রই সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ল্ড পর্যায়ে আমাদের এই কমিটি অনুমোদন কার্যক্রম চলমান থাকবে।