ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরে প্রধান:

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন সহ বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন খুলনা -১ আসনের মাননীয় সাংসদ সদস্য ননীগোপাল মন্ডল।এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি এমপি ননী গোপাল মন্ডল বলেন, ,বিশ্বে অস্হিতিশীলতা সত্বেও ২০২৪’২৪ অর্থবছরে ৭১ হাজার ৪৭৭ মেট্রিকটন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে ৪ হাজার ৩৭৬ কোটি টাকা আয় করা সম্ভব হয়েছে।তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পুরণ কর্মসংস্হান সৃষ্টি, রপ্তানি বানিজ্যর সম্প্রসারণ সহ দেশের আর্থসামাজাকিক উন্নয়নে অন্যতম অংশীদার হিসাবে চিহ্নিত করেছিলেন।এর ধারাবাহিকতায় আওয়ামীলীগ সরকারের মৎস্য বান্ধব নীতি,মৎস্যখাতে সুদুর প্রসারী পরিকল্পণা গ্রহণ ও যথাযত বাস্তবায়ন করার কারণে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ হয়েছে।
দেশের প্রায় ১২ শতাংশের অধিক মানুষ মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে প্রতক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে দেশের প্রায় ১২ শতাংশের অধিক মানুষ মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জীবিকা নির্বাহ করে। তিনি জানান, বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর।,অনুষ্ঠানে অতিথিহিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা, পরিষদ ভাইচ চেয়ারম্যান কিশোর কুমার রায়, ও ফাতেমা আক্তার, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ রনজিত কুমার, প্রাণী সম্পাদ কর্মকর্তা, ডাঃ বঙ্কিম হালদার, কৃষি অফিস মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। দাকোপ উপজেলার সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাশ, সহ বিভিন্ন এলাকার মৎস্য জীবি ও সুধীজন।

Don`t copy text!