ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জুলাই) পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন শিশু একাডেমি এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় শিশু একাডেমির সামনে বেরিকেট দেয় পুলিশ। একপর্যায়ে পৌনে ১টার দিকে দুজন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

পরে আইনজীবী, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা পুলিশের গাড়ি আটকে আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আধা ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, পুলিশের বাধায় হাইকোর্ট এলাকায় ঢুকতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) অবস্থান করতে দেখা যায়।

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ
এর আগে, গতকাল (৩০ জুলাই) আজকের এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আগামীকাল (৩১ জুলাই) দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে।

ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে জমায়েত হবে। এর বাইরে প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে আপনারা নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালন করবেন।

তিনি আরও বলেন, আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।

মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও দুপুর ১টার দিকে যোগ দেন।

Don`t copy text!