বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে “নিরাপত্তাজনিত কারণে” তাদের হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর রশীদ বিবিসি বাংলাকে নিশ্চিত করেন ওই ছাত্রনেতারা তাদের হেফাজতে রয়েছেন।
সাদা পোশাকে তো যে কেউ নিতে পারে, বলেন জানান তিনি।
শুক্রবার বিকেলে নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে ডিবি পুলিশ পরিচয়ে কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
তারা তিনজন বাংলাদেশের রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাদের “রিলিজ করিয়ে” নিয়ে যাওয়া হয়। তবে তারা গোয়েন্দা সংস্থার লোক কিনা সন্দেহ বলে জানান।