ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার কুমিরা বাইপাস এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। এ সময় ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর ফিটনেস, ইনস্যুরেন্সসহ বিভিন্ন কাগজপত্র সঠিক না থাকার অপরাধে সড়ক ও পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ৮টি গাড়ীকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। সার্বিক সহযোগীতায় ছিলেন, বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এধরণের অভিযান চলমান থাকবে।