ইংরেজীতে উপস্থাপনা করে দেশ সেরার তালিকায় জায়গা করে নিয়েছে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার বটতলী (কচুলতী হাট) গ্রামের জোবাইদা ইসলাম।
জোবাইদা পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গত ১২’ই জুন ঢাকার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ৪৫’তম জুনিয়র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪ মেলায় অতিথিদের সামনে মঞ্চে দাঁড়িয়ে সে র্নিদিধায় মেলা বিষয়ে উপস্থাপনা করেন।
বাংলাদেশের ৬৪’টি জেলা থেকে ২’জন করে ক্ষুদে বিজ্ঞানী নিজেদের তৈরী বৈজ্ঞানিক যন্ত্রপাতি মেলায় প্রদর্শন করেন। প্রতিযোগিতায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম হলেও জয়পুরহাটের দারুল ইসলাহ একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিন রোবট প্রদর্শন করে দ্বিতীয় হয়। অনুষ্ঠানে একমাত্র জাবাইদাই জয়পুরহাটের পক্ষে ইংরেজীতে উপস্থাপনার মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করেন। পরে জোবাইদার হাতে সম্মাননা স্বারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান াতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মুন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারি। জোবাইদার এমন অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসি খুশি। তার বাবা মোঃ রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মা তানজিলা আক্তার গৃহিনী। দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বলেন, জোবাইদা পড়া লেখায় খুব মেধাবী। শিক্ষক/শিক্ষার্থী ও বাবা-মা জোবাইদার উজ্জল ভবিষৎ কামনায় সবার দোয়া চায়।