সংযুক্ত আরব আমিরাতের রাতে রাজধানী আবুধাবির মোছাফ্ফাহ সাবিয়া ১২ নাম্বার বাংলাদেশী যৌথ মালিকানাধীন ঢাকা ফার্ম হাউজ ভেজিটেবল এন্ড ফ্রুটস এলএলসি’র যাত্রা শুরু করেছেন। গতকাল ১৪ ই জুন শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন লোকাল স্পন্সর মরিয়ম আল মাজরুই। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশী প্রতিষ্ঠানটির যৌথ মালিকানাধীন মোহাম্মদ আলী ও শাহিনুল হক ।
এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাজালাল। মাওলানা আব্দুল মালেক, সানাউল্লাহ রাজিব, শামীমুল হক, মোহাম্মদ জাকির, সাংবাদিক সনজিত কুমার শীল, বিপ্লব দাস জয়, মন্টু সরকার সহ আরো অনেকে। বাংলাদেশী প্রতিষ্ঠান “ঢাকা ফার্ম হাউস” উদ্বোধনকালে বক্তারা বলেন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরাও সুনামের সাথে প্রবাসে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে প্রতিটি ব্যবসার সাথে কমবেশি বাংলাদেশিরা সম্পৃক্ত। প্রবাসের দীর্ঘ সময় ধরে থাকা বাংলাদেশি যৌথ মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। প্রবাসে বাংলাদেশী শাক সবজির প্রচুর চাহিদা রয়েছে যার ফলে প্রতি মৌসুমে মৌসুমী ফল ফলাদির চাহিদা ভরপুর। আম, কাঁঠাল, জাম, লিচু সহ বাংলাদেশের সুস্বাদু ফল এবং সবজি কাকরল, পটল, কচু,কচুর লতি, লেবু সহ নানা ধরনের সবজির চাহিদা প্রবাসীদের। এই ধরনের ব্যবসা বাণিজ্য করে খুবই লাভবান হচ্ছেন প্রবাসীরা। সুস্বাস্থ্যকর এবং তরতাজা শাকসবজি ফল ফ্রুট এবং সস্তা দামে প্রবাসীদের মাঝে নিয়ে এ প্রতিষ্ঠানে যাত্রা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা বলেন অন্যান্য মার্কেট থেকে আমাদের ঢাকা ফার্ম হাউসে সব সময় তরতাজ শাকসবজি ও ফল ফ্রুট কম দামে পাবেন। বর্তমানে আমিরাতে বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় হিমশিম খেতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। বর্তমানে নেপাল, ইন্ডিয়া থেকে কর্মচারী এনে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় রেমিট্যান্স প্রবাহ কমেছে এবং এতে করে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। অতিথিরা আরো বলেন আবুধাবিতে ফ্লাইটের টিকেটের দামের উর্ধগতি এবং ফ্লাইট সংকটের কারণে ঈদ এবং কোরবানির সময় প্রবাসীরা পরিবারের সাথে ঈদ করতে পারছেন না। তাই সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন টিকেটের দাম কমিয়ে এবং ফ্লাইট বাড়িয়ে প্রবাসীদের কম খরচে দেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানান। পরিশেষে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিশ্ববাসির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।