সিলেট শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিল হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিলেট ওয়াসা বোর্ডের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু।
সম্প্রতি রবিবার (২ জুন) বিদিত লাল দাস সংগীত নিকেতনের কার্যকরী কমিটির সভায় সকলের সম্মতিক্রমে এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু-কে সভাপতি ও বিশ্বদীপ লাল দাস-কে সাধারণ সম্পাদক করে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি বিপ্রদাস ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক দিপ্তী পাল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিটু, ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ অঞ্জনা রানী দাস, গনমাধ্যম বিষয়ক সম্পাদক সন্দীপন শুভ, প্রচার সম্পাদক দিলীপ মোহন ময়না।
উল্লেখ্য, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু সংগীত প্রেমী ও সংস্কৃতি প্রেমী। চলতি বছরে লোকসংগীতে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরনোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন শিল্পী বিদিত লাল দাস।