চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও ক্ষতিকর কেমিক্যালে তৈরী করা হতো আইসক্রিম। ম্যাজিস্ট্রেটের অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয় দুইটি আইসক্রিমের ফ্যাক্টরী। শনিবার (১১ মে) দুপুর ১২সময় উপজেলার কুমিরা ও বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত গোল্ডেন ও বিসমিল্লাহ নামক দুইটি আইসক্রিম ফ্যাক্টেরীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশ ও মানব দেহের জন্য মারাত্মক সব কেমিক্যাল দিয়ে তৈরী করা হতো এসব আইসক্রিম। বিভিন্ন ব্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাতকরণ করা হচ্ছিলো। দুই লক্ষ টাকা জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয় দুইটি ফ্যাক্টরী। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়েমুল ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরী করা দুইটি আইসক্রিম ফ্যাক্টরীকে দুই লক্ষ টাকা জরিমানা ও বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।