অদ্য ১২ এপ্রিল সকাল দশটায় রাজারহাট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে WELEARN BPO প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জনাব মাহমুদ হাসান, সিওও, গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হামিদুল হক খন্দকার সংসদ সদস্য, ২৬ কুড়িগ্রাম-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহফুজুল ইসলাম শামীম, টিম লিডার, স্মার্ট লিডারশিপ একাডেমি, EDGE প্রজেক্ট, BCC। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার খন্দকার রাযীন হামিদ (সিনহা), রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রফেসর এরশাদুন নবী নবীন, সাংবাদিক সেকেন্দার আলী বাবলু প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধননী অনুষ্ঠানে রাজারহাট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক ড. মাহফুজুল ইসলাম শামীম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং এই অঞ্চলের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করাই আমাদের লক্ষ্য। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিটি বেকার পাবে কর্মসংস্থান। বিশেষ করে রাজারহাট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আলাদাভাবে ভবিষ্যতে প্রশিক্ষণ নিতে না হয় সেজন্য তারা সিলেবাসভিত্তিক শিক্ষা যেন নিতে পারে আমরা সেটা নিয়ে কাজ করবো।