সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুলাহ আল জাদিদ ইরান এর সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক এর অশালীন উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুলাহ আল জাদিদ ইরান এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন সোল কিচেন মিনি চাইনিজ রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান কালে আব্দুলাহ আল জাদিদ ইরান বলেন, খুবই দুঃখের সহিত জানানো যাইতেছি যে বিগত কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে নিয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক এর কিছু উস্কানি মুলক অশালীন বক্তব্য আমার দৃষ্টিগোচার হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।আমি হাজী আবু বক্কর সিদ্দিককে দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে সম্মানিত এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের কাছে ক্ষমাপ্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ: মোতালীব,মো: শহিদুল্লাহ মুন্সী,মো: কদম আলী,আলী আকবর চৌধুরী,আরিফ মুন্সী,আল আমিন মুন্সী সহ বিভিন ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।