চাঁদপুরের মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ সকালে বিভিন্ন সংগঠন স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে।পরে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)আল এমরান খান,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু এবং নিশ্চিন্তপুর ডিগ্ৰি কলেজের প্রভাষক (বাংলা) শামীমা ইয়াছমিন।
ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করেছে ওটারচর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে জীবগাও জেনারেল হক হাইস্কুল ও কলেজ,তৃতীয় স্থান অর্জন করেছে ফরাজীকান্দি আল আমিন এতিমখানা।