“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো” এই স্লোগানে উজ্জীবিত স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক আয়োজিত ২০২৩ এর ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী মেধাবৃত্তি ও ১১তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২২ মার্চ, শুক্রবার মতলব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এএস পলাশ ও সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ভাষার মাসে যে বর্ণ প্রতিযোগিতার আয়োজন করেছে তা’ প্রশংসাজনক। ৫ম শ্রেণিতে মেধাবৃত্তি এবং প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক।মতলব দক্ষিণ উপজেলা তথা জেবি পাইলট স্কুল প্রাচীনকাল থেকেই শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সবক্ষেত্রে সবাই মিলে এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো।
সংবর্ধিত ব্যক্তিত্ব, কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক সংবর্ধিত হলাম। এখন দায়িত্ব আরও বেড়ে গেল। গতকাল বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি জীবনের সমাপ্তি হলো। আমি এখন শৃঙখলমুক্ত।জনগণের সাথে মিশে গেছি। অঙ্গীকার বন্ধু সংগঠন সহ এ সমস্ত সংগঠনের ভালো কাজে পাশে থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব থানার অফিসার ইনচার্জ রিপন বালা। তার বক্তব্যে তিনি বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ব্যক্তি পর্যায়ের অনুদানে বিশেষ করে সদস্যদের সম্মিলিত অর্থায়নে পরিচালিত হচ্ছে। যারা সমাজের বিত্তবান আপনারা এ ধরনের সংগঠনে অর্থায়ন করে মানবিক কাজ এগিয়ে নেবেন।
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতি, অঙ্গীকার বন্ধু সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু। এসময় তিনি বলেন-মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে। অঙ্গীকার বন্ধু সংগঠন স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। আমি এই সংগঠনের শুরু থেকে আছি।তিনি যোগ করেন এভাবে, ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলেতো আমার ভাষা কোনো কাজে আসলোনা। ২০১৪ সাল থেকে বর্ণ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, ব্যাপক সাড়া পাচ্ছে।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, সংগঠক ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট বাচিক শিল্পী সাইয়্যেদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা ও মতলব পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানূরাগী আল মহসিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান অপু, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডি এম আলাউদ্দিন। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিউলি আক্তার, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দূর্গাও সপ্রাবি এর প্রধান শিক্ষক পারুল রানী।
উপস্থিত সকল বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন অঙ্গীকার বন্ধু সংগঠনের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।সার সংক্ষেপ আলোচনা করেন বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি(২০২৪) এর সদস্য সচিব মোহাম্মদ সবুজ,শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সুমন চন্দ্র সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান, গীতা পাঠ করেন সুমন চন্দ্র সাহা। অনুষ্ঠানে এবছর শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় জাকির হোসেন কামাল ও হাজী আব্দুল কাদের মোল্লা- ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি) কে। এছাড়া মেধাবৃত্তি প্রাপ্ত ১৫জনকে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র এবং বর্ণ প্রতিযোগিতায় বিজয়ী প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির ৪০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও ব্যাজ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এএস পলাশ আগামী দিনেও সংগঠনের মহতি কাজে সবাইকে পাশে থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন অঙ্গীকার কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটির আহবায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি, সহ প্রচার সম্পাদক সীমান্ত পাল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম লিংকন, নির্বাহী সদস্য তৌকির আহম্মেদ পাটোয়ারী, এলিট পরিষদ সদস্য মোঃ সোহেল রানা সরকার, সম্মানিত সদস্য রাজিব হোসেন, রুমি আক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলী, প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।