ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও নেতৃত্বে এবং প্রবাসী বাংলাদেশিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গ-সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

 

সবার আগে সর্ব শেষ সংবাদ দেখতে ভিজিট করুন দৈনিক বাংলার অধিকার

বিশ্বে মাত্র ৬৫টি ভাষা ছাড়া অন্যান ভাষার অস্তিত্ব হুমকির সন্মুখীন। তাই আগামী প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে ঘর থেকে বাংলা ভাষার চর্চা করতে হবে।

শনিবার আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার আয়োজিত বঙ্গবন্ধু হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

করিমুল হক ও আব্দুল মান্নানের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী।

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস আবুধাবীর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও প্রকৌশলী আবু জাফর চৌধুরী।

বক্তারা বলেন, বাংলা ভাষার সর্বত্তম ব্যবহার হচ্ছে গ্রাম-গঞ্জে। একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়লে রাজনৈতিক সক্ষমতা বাড়বে। ভাষা আবেগ দিয়ে চলবে না, ভাষাকে মনে ধারণ করতে হবে।

Don`t copy text!