১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর পৌরসভার আলিয়াবাদে সরকারি খালে মাটি ফেলে ব্যক্তিগত স্বার্থে কালভার্ট নির্মাণের চেষ্টা করায়
গোলাম মোহাম্মদ সোহেল রানা নামের এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া স্থাপনা ভেঙে মাটি অপসারণ করা হয়। বাকি মাটি সরিয়ে পূর্বের অবস্থায় নিয়ে যাবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে।এ সময় তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাহমুদা জাহান।
পরবর্তীতে পৌরসভার বিজয় পাড়ার নরসিংহপুর রোড সংলগ্ন জলাধার ভরাটের দায়ে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোট দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাহমুদা জাহান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।