চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের সাথে একটি সান্টিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার ফৌজদারহাট স্টেশনের পর ক্যাডেট কলেজের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এঘটনা ঘটে। আহতরা হলেন, কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী, সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম ও ইঞ্জিনে থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী। এদের মধ্যে সবুজ চৌধুরী কে আহত অবস্থায় নগরীর একেখানস্থ আল আমিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে স্থান্তর করেন। বাকি দুই জনকে আগেই চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আহতদের সহকর্মী মোঃ ওমর ফারুক। চট্টগ্রাম রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ৭টায় ফৌজদারহাট স্টেশন মাস্টারের ক্লিয়ারেন্স পাওয়ার পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস। অন্যদিকে একই লাইনে একটি সান্টিং ইঞ্জিন সিজিওইপিতে নেওয়া হচ্ছিল। এসময় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এবিষয়ে চট্টগ্রাম রেলওেয়ের বিভাগীয় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, কর্ণফুলী এক্সপ্রেসের সাথে সান্টিং ইঞ্জিনের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এই ঘটনায় কর্ণফুলী কমিউটার ইঞ্জিনের লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পায়। এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।